২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি আজ থেকে শুরু হয়েছে। বাংলাদেশ সময় রাত সোয়া ৭টা থেকে আগ্রহীরা টিকিট সংগ্রহ করতে পারছেন। টিকিট কেনার জন্য ভিজিট করতে হবে https://tickets.cricketworldcup.com/ ওয়েবসাইটে।
ভারতের ভেন্যুগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ রুপি (প্রায় ১৩৬ টাকা) এবং শ্রীলঙ্কার ম্যাচগুলোর সর্বনিম্ন মূল্য ১ হাজার শ্রীলঙ্কান রুপি (প্রায় ৪০০ টাকা)।
২০ ওভারের ক্রিকেটের এই বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ। ২০ দলের টুর্নামেন্টে ভারত ও শ্রীলঙ্কা মিলিয়ে হবে মোট ৫৫টি ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আশা করছে, ২০ লাখেরও বেশি টিকিট বিক্রি হবে।
বাংলাদেশ ‘সি’ গ্রুপে রয়েছে, যেখানে লিটন দাসদের সঙ্গী ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ হবে নেপালের সঙ্গে।
বাংলাদেশের ম্যাচগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ভিন্ন। কলকাতায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সর্বনিম্ন মূল্য ৩০০ রুপি, মুম্বাইয়ে বাংলাদেশ-নেপাল ম্যাচের সর্বনিম্ন ২৫০ রুপি। তবে কলকাতায় বাংলাদেশ-ইতালির ম্যাচের টিকিট সর্বনিম্ন ১০০ রুপিতে কেনা যাবে।
